ADs by Techtunes ADs
ADs by Techtunes ADs

শাওমি (Xiaomi)/যেকোনো অ্যান্ড্রয়েড ফোনের হিডেন অপশন Developer Options কি, কেনো দরকার ও কিভাবে বের করবেন?

সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আমার আজকের টিউটোরিয়ালে। এটি আমার ৩য় টিউটোরিয়াল।

ADs by Techtunes ADs

"আমার ১ম টিউনটি দেখতে চাইলে ক্লিক করুন নিচের লিংকেঃ

জিপি সিম+অ্যানড্রয়েড দিয়ে Psiphon এর সাহায্যে ২৪ ঘন্টা খুব সহজেই হাই স্পিড ফ্রি ইন্টারনেট ব্যবহার করুন

"আমার ২য় টিউনটি দেখতে চাইলে ক্লিক করুন নিচের লিংকেঃ

খুব সহজেই অ্যান্ড্রয়েড ফোনে কাস্টম ইউজার ইন্টারফেস সাউন্ড (টাচ, লক/আনলক স্ক্রিন সাউন্ড, সিস্টেম রিংটোন, ইত্যাদি) ব্যবহার করুন!

"আমার ৪র্থ টিউনটি দেখতে চাইলে ক্লিক করুন নিচের লিংকেঃ

উইন্ডোজ পিসির ২০% রিজার্ভড ইন্টারনেট স্পিড কাজে লাগান আর ব্যবহার করুন ১০০% ইন্টারনেট স্পিড!!

আজকে আমরা শিখবো কিভেবে খুব সহজেই আপনি আপনার শাওমি (Xiaomi) ফোনে/ যেকোনো ফোনে Developer Options আনহাইড/অন করবেন। শাওমি (Xiaomi) ফোনটির Developer Options আনহাইড/অন করার সিস্টেম একটু ভিন্ন তাই উল্লেখ করে দিলাম। তার আগে আমাদের কিছু বিষয় জেনে নেই।

Developer Options কি?

প্রতিটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং ট্যাবলেটের সেটিংসে “Developer Options” নামে একটি গোপন অপশন থাকে। যারা অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য
সফটওয়্যার/অ্যাপ্লিকেশন তৈরি করেন তারা সফটওয়্যার/অ্যাপ্লিকেশনটি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার জন্য এই অপশনটি ব্যবহার করেন। Developer Options এর মাধ্যমে আপনি USB debugging অন করতে পারবেন। যা Bug Report দেখতে, অ্যাপ্লিকেশন চলার সময় CPU কতটুকু কাজ করছে ইত্যাদি দেখার জন্য Access দেয়। এছাড়াও আরো বিভন্ন রকম জিনিস টেস্ট করতে ও কন্ট্রল করতেও এই অপশনটি ব্যবহার করা হয়।

এই অপশনটি আপনার কেনো দরকার?

আপনি যদি একদমই সাধারন অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হন তাহলে আপনার এই অপশনটির কোনো দরকার নেই। কিন্তু যদি কোনো কারনে আপনার ফোনটি ফ্ল্যাশ করার প্রয়োজন হয় বা ফোনের ড্রাইভার সেটআপে সমস্যা হয় বা অন্যান্য অনেক প্রয়োজনে আপনার এই অপশনটির "USB debugging" অন করার প্রয়োজন হবে। তাছাড়া অ্যানিমেশন স্কেল কমানো/বাড়ানো, Fastboot mode অন করার জন্য, Mi Unlock Status দেখার জন্য সহ আরো ননেক অনেক অপশন ব্যবহার করার জন্য এই Developer Options টি আপনার লাগবে।

ADs by Techtunes ADs

কি কি প্রয়োজনঃ

  • একটি অ্যান্ড্রয়েড ফোন/ট্যাব। রুটেড/আনরুটেড যেকোনোটি হলেই হবে।
  • একটু সময়
  • একটু সাহস। ভয় পাওয়ার কিছুই নাই। উল্টা-পাল্টা কিছু না করলে ফোনের কোনো ক্ষতি হবেনা।

পুরো প্রসেসটি দেখতে নিচের ছোট্ট ভিডিওটি দেখবেন। সিস্টেমটি এখানেও লিখে দিতে পারতাম কিন্তু ভিডিওটি দেখলে আমার লেখার সময়কার চা এর খরচটির কিছু অংশ পেয়ে যাব। 😀 😀

অন্যান্য অ্যান্ড্রয়েড ফোন/ট্যাব এ Miui ভার্শন এ ট্যাপ না করে Build Number এ ৭বার ট্যাপ করলেই Developer Options আনহাইড/অন করতে পারবেন।

আমার টিউটোরিয়াল টি আপনাদের ভালো লাগলে লেখাটি সার্থক হবে। আরো ভালো ভালো টিউটোরিয়াল পেতে চাইলে ঘুরে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেল Tech Pedia থেকে।

সৌজন্য:

Tech Pedia

ADs by Techtunes ADs
Level 0

আমি শুভ ইবনে আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস