আশাকরি সবাই ভালো আছেন।আজ আপনাদের সাথে অন্য রকমের একটি জিনিস শেয়ার করবো।আশাকরি সকলের ভালো লাগবে।
- ১.আচ্ছা আপনি কি কখনও দেখেছেন যে আপনার কম্পিউটারের কোন একটি ফাইল হাডডিস্কের কোন Sector এর কোন Cluster টিতে রয়েছে?আর হাডডিস্কে ফাইল গুলো কিভাবে একের পর এক সজ্ঞিত থাকে?
- ২.আপনি কি কখনো দেখেছেন যে আপনার কম্পিউটারের কোন ফাইলটি সবচেয়ে বড়?এবং কোন ফাইলটি সবচেয়ে ছোট?
- ৩.আপনি কি কখনো আপনার কম্পিউটারের Audio,Video,doc,Text,Pdf,Exe,Rar,Zip ইত্যাদি ফাইল গুলো আলাদা format অনুযায়ী একএীভাবে দেখেছেন?
- যদি উপরের এই প্রশ্ন গুলোর উত্তর না হয় তবে এই পোস্টটি আপনারই জন্য।
তাহলে চলুন দেখি কিভাবে এই প্রশ্ন গুলোর উত্তর পাওয়াযায়ঃ-
প্রথম প্রশ্নের উত্তরঃ-
- ১.প্রথমে আমার দেয়া সফটওয়্যারটি ডাউনলোড করুন নিচ থেকে।
- ২.Installation এবং Registration সম্পন্ন করুন।
- ৩.সফটওয়্যারটি ওপেন করুন এবং Advance tool এ ক্লিক করু।তারপর Defragment এ ক্লিক করু। নতুন উইন্ডো আসবে সেখানে Drive Select করে Dfrag এ ক্লিক করু। Dfrag শুরু হলে ছোট ছোট সবুজ ঘর গুলোতে ক্লিক করুন আর দেখে নিন কোন Sector এর কোন Cluster কোন ফাইলটি রয়েছে। নিচের দিকে দেখাবে।


এবার ২য় প্রশ্নের উত্তরঃ-
- ১.সফটওয়্যারটি ওপেন করুন এবং Advance tool এ ক্লিক করু।তারপর Disc Explore এ click করুন।নতুন উইন্ডো আসবে সেখানে Scan now তে ক্লিক করুন।
- ২.Scan শেষ হলে Show তে ক্লিক করুন।এবং Top 100 এ ক্লিক করু সিরিয়ালি সব দেখতে পাবেন। আপনি ইচ্ছা করলে নির্দিষ্ট Drive Select করেও দিতে পারেন।


৩য় প্রশ্নের উত্তরঃ-
এটি সম্পূর্ণ ২য় প্রশ্নের উত্তরের মতই।
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেননা।
ভাই কি দিলেন বুঝলাম না ! সাইট এ যেয়ে দেখেন না প্লীজ File Blocked for Violation.