আমরা সবাই এখন জানি ইউটিউব হলো দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম সার্চ নেটওয়ার্ক। গুগলের পরেই ইউটিউব এর স্থান। গত কয়েক বছর আগেও ইউটিউব এ মানুষ এতো সময় ব্যয় করতনা।
ধীরে ধীরে মানুষ ইউটিউব নির্ভর হচ্ছে বেশি। গুগলে সার্চ করে একটি ওয়েবসাইটে ঢুকে তার উত্তর খুঁজে বের করার চাইতে মানুষ একটি ভিডিও তে উত্তর বা তার সার্চ রেজাল্ট খুজতে বেশি সাচ্ছন্দ বোধ করে।
ইউটিউব ভিডিও দ্বারা আয় করার প্রথম হাতিয়ার হলো একটি ভালো ভিডিও এডিটিং সফটওয়্যার। ভিডিও আপনি মোবাইল ফোন দিয়েও করতে পারেন। কিন্তু ভিডিও প্রেজেন্টেশান ভালো নাহলে তা ভিউ কম হবে।
ভিডিও সুন্দর করে উপস্থাপন করার জন্যে কেমটেসিয়া সফটওয়্যার (Camtasia Studio 9) এর কোন বিকল্প নেই। কিন্তু ভালো জিনিস টাকা ছাড়া পাওয়া যায়না। টাকা খরচ না করে কিভাবে কেমটেসিয়া ব্যবহার করবেন তাই জানুন।
ম্যানুয়ালি সফটওয়্যার আপডেট বন্ধ করতে মনে রাখা প্রয়োজন, 'Inbound Links & Outbound links' উভয়ের জন্যেই বন্ধ করতে হবে।
এইবার আপনি অনলাইনে যেতে পারেন এবং আপনার কেমটেসিয়া ওপেন করে ভিডিও শেয়ার করে দেখুন কোন লাইসেন্স কি চাবেনা।
এখন আপনি ভিডিও এডিট করে সেভ করতে গেলে আর কেমটেসিয়ার লোগো আপনার ভিডিও তে বসবেনা।
ফ্রি ভিডিও বানান আর ইউটিউব থেকে আয় করুন।
ইউটিউব থেকে আয় এবং কেমটেসিয়া স্টুডিও ৯ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন আমার কথা ওয়েব পোর্টাল
আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai 32bit a ki support korba??