আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? বিশ্বের সর্ববৃহৎ প্রযুক্তি প্ল্যাটফর্ম টেকটিউনস এবং আমার “অ্যান্ড্রয়েড HD গেম” চেইন টিউনের ৩৯তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মত আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি সম্পূর্ন নতুন এবং হাই গ্রাফিক্স একটা গেম নিয়ে। গেমটা হচ্ছে Book of Unwritten Tales বা অলিখিত গল্পের বই, বাংলা করলে যা হয় অারকি। গেমটাও ঠিক সেই রকম। একেবারে রুপকথা/বাস্তব অলিখিত গল্পকে ঘিরেই গেমটা তৈরি করা হয়েছে। গেমটার সম্পর্কে বলে তেমন বোঝানো যাবে না। গেমটা খেলেই বুঝতে পারবেন। আমি হলক করে বলতে পারি যে, গেমটা আপনাদের ভালোই লাগবে। গেমটা আমি কয়েকদিন আগেই প্লে-স্টোর থেকে ডাউনলোড করে গেমটা খেলেছি। তারপর আমার ওয়েব-সাইটে পাবলিস্ট করেছি (Mod তৈরি করার পর)। অার তারপরই চলে এসেছি টেকটিউনে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশাকরি গেমটা ডাউনলোড করে খেলবেন। খেলার পর টেকটিউনস-এ এসে টিউমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু যে, গেমটা কেমন লেগেছে।
Book of Unwritten Tales 2 একটা অসাধারণ অ্যাডভেনচার গেম। গেমটাতে কমেডিও রয়েছে।
কিছু সম্মাননাঃ
► “I can’t recommend this series enough.” (Gaming Shogun, 5 points out of 5)
► "An epic tale that recreates the magic of good, old-fashioned point-and-click adventuring in a hyper-attractive world.” (Adventure Gamers, 4 points out of 5)
► "King Art have outdone themselves with Book Of Unwritten Tales 2.” (High-Def Digest, 4.5 points out of 5)
প্রত্যেক বিশ্বেই তার নিজের হিরোদের প্রয়োজন। তবে অসম্ভাব্য তারা মনে হতে পারে। Aventásia দুষ্ট জগতে বিভীষিকাময় অক্ষর এবং পপ-সংস্কৃতির রেফারেন্সগুলি সম্পূর্ণরূপে অন্য একটা অ্যাডভেনচারের সাথে Join Wilbur, Ivo, Nate এবং Critter হিসেবে যোগদান করুন। তাদের ডেসটিনি সম্পন্ন করতে তাদের সাহায্য করুন। অার এই ডেসটিনি এখনও অলক্ষিত হিসাবে আছে।
KING Art থেকে, যারা The Book of Unwritten Tales, The Critter Chronicles এবং The Raven - Legacy of a Master Thief তৈরি করছে। ২৯ ঘণ্টারও বেশি মজার সংলাপ, top-notch ভয়েস অ্যাকটিং এবং অদ্ভুত পাজল উপভোগ করুন !
কিছু ফিচারঃ
সিস্টেমের জন্য আবশ্যকঃ
Book Of Unwritten Tales 2 খেলার জন্য কমপক্ষে অ্যান্ড্রয়েড 4.4.x ("কিটক্যাট") এবং ১ গিগাবাইট র্যাম প্রোয়োজন। একটি সম্পূর্ণ প্রিমিয়াম গেম হিসাবে, গেমের কোনও চ্যাপটার আনলক (Mod বাদে) বা in-app purchases ধারণ করে না।
দ্রষ্টব্যঃ ডাউনলোড নিঙ্ক গুলো Direct link। লিঙ্কে সমস্যা হলে জানাবেন।
যেভাবে ইনস্টল করবেন--
ডাউনলোড করার পর প্রথমে Apk-টা ইনস্টল করুন (ওপেন করবেন না)। তারপর "Book_of_Unwritten_Tales_2_v1.0.0_www.AndroidHa.com.zip" ফাইলটা extract করুন। তারপর ভেতরে থাকা ”com.dsfishlabs.bout2en” ফোল্ডারটি কপি/কাট করে Internal SD/Android/obb/… এখানে পেষ্ট করে দিন (সরাসরি ডেসটিনেশন ফোল্ডারে এক্সট্রাক্ট করতে পারেন)। এবার গেমটি ওপেন করুন, খেলুন আর হয় যান সুটার এক্সপার্ট। [Extract করতে ZArchiver ব্যবহার করতে পারেন।]
Screenshot
Book of Unwritten Tales 2 Trailer
আজকে তো জিটিএ মোবাইল গেম সিরিজের একটা গেম দেওয়ার কথা ছিল। কিন্তু দিয়ে ফেললাম Book of Unwritten Tales 2। গেমটা সত্যিই অনেক মজার একটা গেম। তাহলে আজকের মত বিদায় নিচ্ছি। দেখা হবে আগামি পর্বে তখনও GTA মোবাইল গেমের কোনো গেম থাকবে না থাকবে একটা অ্যাডভেচার ২ডি গেম। ততক্ষণ সবাই ভালো থাকেন। খোদা হাফেজ।
আমি তানভীর রানা রাব্বি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 248 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
প্রযুক্তির প্রতি একটু বেশি টান । শিখতে ভালোলাগে । গেম ডিজাইন করতে পছন্দ করি । কিন্তু অাড্ডা দিতে একটু বেশি পছন্দ করি ।
GREEN BANGLA IT HELP DESK -এ আপনাকে স্বাগতম। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি । সাইটের ঠিকানাঃ http://tiny.cc/gbithelpdesk