ADs by Techtunes ADs
ADs by Techtunes ADs

|Power Tweaks| -ছোট হতে পারে কিন্তু দরকারি, ট্রাই করতে পারেন…!

দীর্ঘ পথচলায় টেকটিউনসের সাথে থাকলেও আজও কোন টিউন করতে পাররিনি। এটাকে নিজের অজ্ঞতা বলবো নাকি নির্দিষ্ট জ্ঞানের সীমানা বলবো ? যাই হোক পাইরেটের এই সবাই যখন এক সাইট থেকে অন্য সাইটে কপি-পেষ্ট করে তখন আর টিউন করার সাহস পাইনা। কারন কপি-পেষ্ট করার অভ্যাস সবার নেই। যাক সে কথা...........

ADs by Techtunes ADs

আমি দীর্ঘ ১ বছর ১১ মাস পর টেকটিউনসে আমার প্রথম টিউন করছি। আসা করি সবাই আমাকে সৎ সাহস যোগাবেন.................

এটি ক্ষু্দ্র একটি টুলস, যেটি দিয়ে আপনি অনায়াসে আপনার ক্ষুদ্র চাহিদা মেটাতে পারবেন। বলে রাখা ভাল যে, এই ধরনের ক্ষুত্র টুলস আগেও ছিল, তবে এটি একটু ভিন্ন। এটি ইনস্টল করলে- ফোল্ডার হাইড-আনহাইড, ফাইল এক্সটেনশন, ফাইল চেকবক্স, হ্যাংক প্রোগ্রাম স্টপ, এক্সপ্রেস রিফ্রেশ (আমরা সবাই চিনি “ট্রি” নামে), রিসাইকেল বিন এবং কমান্ড প্রোমপ্ট এর সহয কাজটুকু আপনার মাউসের রাইট বাটন ক্লিক করলেই পাচ্ছেন।

অন্যান্য সকল টুলসের থেকে আলাদা বিষয় হলো অন্যান্য সব টুলগুলো শুধু ডেক্সটপেই ব্যবহারযোগ্য, কিন্তু এই টুলটি আপনি ইচ্ছে করলেই যে কোন ফোল্ডারে গিয়েই ব্যবহার করতে পারবেন।

উইন্ডোজ সেভেন এবং ৮.১ এর সকল সংস্করন সাপোর্ট করে।

কারো যদি এটি অপছন্দ হয় তাহলে সহযেই আনইনস্টল করে নিতে পারনে।

Download

ADs by Techtunes ADs
Level 0

আমি সাব্বির ইকবাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

সর্বদা কোন না কোন কিছু নিয়েই ব্যস্ত থাকি। প্রযুক্তির প্রতি অনেক আগ্রহ, বলতে গেলে অনেকটা দূর্বলতা কাজ করে। নতুন কিছু তৈরি করতে বেশি আনন্দ পাই। সেই ছোট বেলা থেকে শুরু করেছি, এখনো কোন অংশে আগ্রহ কমে নাই। আল্লাহর কৃপায় আরও অনেক জানতে চাই, জানাতে চাই এবং শিখতে চাই। সবাই দোয়া...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

nice..