আসসালামুআলাইকুম আমি ইমরান আজকে আমি আপনাদের মাঝে আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আজকে আমি আপনাদেরকে যে সফটওয়্যার টা দিব ওই সফটওয়্যার দিয়ে আপনি আপনার Voice যেকোনো রকম করতে পারেন এবং তাছাড়া অনেক ধরনের সুবিধা তো রয়েছে তো চলুন দেরি না করে শুরু করা যাক
আমরা অনেকেই আছি যে নিজের Voice নিজেরই ভালো লাগেনা অন্যদের কিভাবে ভালো লাগবে যেমন আমি আমার কাছে আমার Voice দেখতে ভালো লাগে না কিরকম কিরকম যেন লাগে হয়তো আপনাদের মধ্যেও কারো না কারো আমার মত অনুভূতি হয়
কিন্তু চিন্তা করবেন না আজকে আমি আপনাদের মাঝে এমন একটি সফটওয়্যার নিয়ে আসলাম যেটার মাধ্যমে আপনি খুব সহজে আপনার Voice টি অনেক অনেক আকর্ষণীয় করে তুলতে পারবেন তাছাড়া এ সফটওয়্যারটি খুবই হালকা মাত্র 1mb শুধুমাত্র একটা ক্লিক করলে হবে বাস ইন্সটল হয়ে যাবে
তাছাড়া আপনি কোন কিছু রেকর্ডিং করে সেটারও Voice পাল্টিয়ে ফেলতে পারেন অথবা কনা mp3 সং এর Voice ও পাল্টাতে পারেন এছাড়া আরো অনেক ধরনের ফিউচার আছে তারমধ্যে উল্ল্যেখযোগ্য হলঃ আপনি আপনার রেকর্ডকৃত অডিও থেকে নয়েজ দূর করতে পারেন
এবং আপনার Voice যেকোনো বয়সের যেকোনো কারো হুবহু একই ধরনের করে ফেলতে পারেন কি আমার কথা বিশ্বাস হচ্ছে না তাইতো সেজন্যই তো বলতেছি দেরি না করে আগে আমার দেওয়া লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন এরপর ফাইলটি ইনপুট করে নিজের ইচ্ছামত Voice দিতে থাকুন
আর আরেকটা কথা টেকটিউনসে আমি বিগত কিছুদিন ধরে নির্মিত টিউন করে যাচ্ছে দিনে 3-4 টা এভাবেই কিন্তু আমি এত কষ্ট করে আপনাদেরকে এই টিপসগুলো দিয়ে থাকে কিন্তু আপনারা কোন সাড়া দেন না যেমন আপনার যদি ফাইলটি ডাউনলোড হয়ে যায় তাহলে আপনি কোন টিউমেন্ট কোন ফলো না করে চলে যান সেটি অনেক খারাপ লাগে কারণ আমরা যারা টিউন লিকে সেগুলা এমনি এমনি লিখি না অনেক কষ্ট করে লিখি টেকটিউনসে কার জন্য
লিখি আপনাদের জন্য লিখি সে আপনার যদি আমাদেরকে কোন মূল্যায়ন না করেন তাহলে কি টিউন লিখতে মন চায় সেজন্য আপনাদের কাছে অনুরোধ আপনারা নিয়মিত আমাদের পোস্টগুলো পড়ুন এবং আমরা যদি কোন ফাইল দিয়ে থাকি তাহলে সেটি ভালো নাকি খারাপ সেটি টিউমেন্ট করে জানান তাহলে আমরা আরো উৎসাহিত হই আর আমাদের পোস্টগুলো নিয়মিত দেখার জন্য টেকটিউনসে আমাদের কে ফলো করে রাখুন সবার উপরে দেখুন আমার নাম দেওয়া আছে আমার নামের পাশে একটি ফলো বাটন ওই বাটনে ক্লিক করে ভালো করে রাখুন তাহলে আমাদের কষ্ট সার্থক হয় ধন্যবাদ আমাদের দেশ সাথে থাকবেন টেকটিউনসের সাথে থাকবেন
আমি ইমরান ডি কে। , Chittagong। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।