সত্যি বলতে ইন্টারনেটের জগতে ফ্রি বলে কিচ্ছু নেই কেননা ফ্রিতে সুমিষ্ট খেজুরের রসও খেতে আলকাতরার মতোই তিতা; সুতরাং লাইফে সফল হতে সবার আগে "ফাউ পাও তাই খাও" এমন মানসিকতা ত্যাগ করুন।
আসুন এইবার আমরা হ্যাকিং আর আউটসোর্সিং সম্পর্কে কিছু সত্যকথা জেনে আসি.
হ্যাকিং:
বস্তবে হলিউড মুভির মতোন ঐরকম কোন হ্যাকার নেই যারা নিমিষেই পিসিতে বসে FBI এর সার্ভার হ্যাক করে কিংবা ব্যাংকের কোটি কোটি ডলার হ্যাক করে রাতারাতি বড়লোক হয়ে গিয়েছে; বরং ইলিগ্যাল কাজে হ্যাকিং জ্ঞান ব্যবহার করা মাত্রই আপনি আর হ্যাকার থাকছেন না বরং হয়ে যাবেন সাইবার ক্রিমিনাল আর প্রতিটি ক্রাইম এর শেষ পরিণতি হলো জেলের অন্ধকার দেয়াল!
সুতরাং হ্যাকার হতে গেলে নৈতিক মন-মানসিকতা রাখা যেমন অপরিহার্য তেমনি সময়ের সাথে সাথে ধৈর্য্য-চেষ্টা-শ্রম এবং সদিচ্ছা থাকা একান্তই গুরুত্বপূর্ণ।
একজন হ্যাকার হতে গেলে আপনাকে যেসব বিষয়ে জ্ঞান রাখতে হবে তা হলো→
(১) আইপি এড্রেস কি?
(২) আইপি এড্রেস এনালাইসিস করা যেমন লোকেশন খুঁজে বের করা কিংবা ওয়েবসাইটের ডোমেইম হোস্টিং সম্পর্কে তথ্য সংগ্রহ করা তথা এট্যাকের পূর্বে ভিক্টিম সম্পর্কে তথ্য বা ডাটা সংগ্রহ করা ইত্যাদি
(৩) সোস্যাল ইঞ্জিনিয়ারিং কি এবং কিভাবে তা করা হয়; স্মার্ট হ্যাকিং এর ওপর নামই সোস্যাল ইঞ্জিনিয়ারিং!
(৪) ম্যাক এড্রেস সম্পর্কে ধারনা এবং IP ও MAC এড্রেস এর মাঝের সম্পর্ক। এছাড়াও IP এড্রেস চেঞ্জ করে নিজেকে পুরোপুরি অ্যানোনিমাস তৈরী করা এবং পক্সি সম্পর্কে স্পষ্ট ধারনা লাভ করা।
(৫) ফিশিং কি এবং হ্যাকিং করতে কোডিং এর মাধ্যমে বিভিন্ন ফিশিং পেইজ তৈরী করা ও সেটাতে ভিক্টিমকে প্রলুব্ধ করা(ইনফ্লুয়েঞ্জমেন্ট)
(৬) ডস/ ডিডস এট্যাক করা; এমন নির্লিপ্ত এট্যাকে যেকোনো ওয়েবসাইটকে নিমিষেই ধষিয়ে দেওয়া যায়।
(৭) কি লগার কি?
(৮) ভাইরাস এবং ট্রোজান কি? কিভাবে একটা ট্রোজান ভাইরাস পিসিতে বংশবিস্তার করে তার এক্সেস নিতে সক্ষম হয়
(৯)রিমোটিক এক্সেস নিয়ে ভিক্টিমের পিসি/ এনড্রোয়েড টাচ না করোই তাকে সম্পূর্ন কনট্রোল কিংবা মনিটরিং করা
(১০) কার্ডিং কি এবং কিভাবে কার্ডিং এর মাধ্যমে ক্রেডিট কার্ড কিংবা স্মার্টকার্ড হ্যাক করা হয়?
(১১) কল স্ফুপিং, মেসেজ স্ফুপিং এবং নেটওয়ার্ক স্ফুপিং সম্পর্কে স্বচ্ছ ধারনা ইত্যাদি
আমি এখানে আরো আরো বহু পয়েন্ট তুলে ধরতে পারতাম কিন্তু তবুও পয়েন্টে পয়েন্টে পুরো হ্যাকিং কখনোই পূর্ন হতো না কেননা হ্যাকিং কোন মুখস্থ বিদ্যা নয় বরং নিয়ত বর্ধমান এক উন্মুখ জ্ঞান দুয়ার যেখানে ইমেইল থেকে ফেসবুক আইডি হ্যাকিং পর্যন্ত সবই পসিবল:-)
আউটসোর্সিং:
আউটসোর্সিং এর আরেক নাম আউট ইনকাম; অর্থাৎ আপনি ঘরে বসেই যদি অবসর সময়ে ইন্টারনেট হতে ১০০ টাকা ইনকাম করতে পারেন তবেই সেটিই হচ্ছে সাধারন ভাষাতে আউটসোর্সিং যেটাকে পার্ট টাইম জবও বলা চলে। তবে এই আউটসোর্সিং এর টাকার লিমিটেশন নেই তাই এটাকে ফুল টাইম জব হিসবেও গ্রহন করতে পারেন(এমনো অনেক ফ্রিল্যান্সার আছেন যারা মাসে লাখ টাকা পর্যন্ত ইনকাম করে থাকেন চাইলে Google কে জিজ্ঞাসা করে জেনে নিয়েন) তবে সত্যতা হলো বাংলাদেশে আউটসোর্সিং করাটা মুখে যতোই সহজ কাজে ঠিক ততোটাই কঠিন। যদিও আউটসোর্সিং এর ধরাবাধা কাজ নেই এটা উন্মুখ প্লাটফর্ম তবুও নিম্নোক্ত কাজগুলা বেশ প্রসিদ্ধ→
(১) ওয়েবসাইট ডেভলেপমেন্ট
(২) ওয়েবসাইট ডিজাইন
(৩) গ্রাফিক্স
(৪) আর্টিকেল, রিভিউ রাইটিং
(৫) সফটওয়ার ডেভেলপমেন্ট
(৬)এনড্রোয়েড অ্যাপস ডেভেলপমেন্ট
(৭)ইমেইল মার্কেটিং
(৮)সোস্যাল মার্কেটিং
(৯) এফিলিয়েটেড মার্কেটিং
(১০)ভার্চুয়াল অ্যাসিসটেন্ট অ্যাপোয়েন্টমেন্ট ইত্যাদি
আউটসোর্সিং শিখতে আপনার নিজের যদি একটা পিসি থাকে তবে ভালো নয়তো একটু কষ্টকর হলেও এনড্রোয়োড মোবাইলের ক্রোম ব্রাউজার দিয়েও কাজ চলতে পারে আর খানিকটা সময়, ধৈর্য্য আর ইচ্ছাশক্তি থাকলে নিশ্চিত আপনি আউটসোর্সিং জগতে সফল হতে পারবেন।
গুগল এডসেন্স কিংবা ইউটিউব হতেও টাকা ইনকাম করতে পারেন তবে সেটার জন্য একটু মেধা এবং ধৈর্য্য প্রয়োজন; ওডেস্ক আর ফ্রিল্যান্সার ওয়েবে আপনি কাজ জানলে কখনোই বেকার বাসে থাকতে হয়না (তবে এখানে প্রোফাইল রেপুটেশন আর কাজ জানাটাই আসল কথা)। এখানে বিডিং বলুন আর চ্যাটিং করুন সবকিছুই হয় ইংলিশে তাই ন্যাটিভ ইংলিশ না পারলেও কথা বোঝা আর বোঝানোর মতোন স্পোকেন ইংলিশ বলতে পারলেই ঢের হয়।
আর একটা কথা, বিটকয়েন যদিও এখন পর্যন্ত বাংলাদেশে ট্যাবু তবুও ইন্টারনেটের ইলেকট্রনিক্স কারেন্সি এই বিটকয়েন দিয়েও আপনি সত্যিই রাতারাতি বড়লোক হয়ে যেতে পারেন যেটাকে আলাদিনের জাদুর কুপি মনে হলেও বাস্তবটা সত্যই!
আপনি কিভাবে হ্যাকিং এবং আউটসোর্সিং শিখবেন?
বাংলাদেশে এখন বহু নামী বেনামী প্রতিষ্ঠান আউটসোর্সিং এবং হ্যাকিং বিষয়ে প্রাইভেট কোর্স করিয়ে থাকেন (বেশীর ভাগই ভুয়া তবে আমি নাম ধরে কাউকে দায়ী করলাম না) আপনি আপনার কমনসেন্স ব্যবহার করে তাদের নির্ভরযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা বিচার করে তাদের নিকট হতে কোর্স করতে পারেন। আবার আপনি চাইলে Cyber Soldier ফেসবুকে ক্লোজ গ্রুপের মাধ্যমেও এসব হ্যাকিং এবং আউটসোর্সিং সম্পর্কে পূর্ণাঙ্গ কোর্স করতে পারেন।
→এইটা কি উন্মুক্ত?
→হ্যা, আপনারা সবাই এখানে শিখতে পারবেন এবং একইসাথে কোন টিউটোরিয়াল বুঝতে সমস্যা হলে সেটা টিউমেন্ট কিংবা চ্যাটিং এর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে।
→এইটা কি ফ্রি?
→ না, টিউনের শুরুতেই আমি ফ্রি এর কুফলতা জানিয়েছি সুতরাং এটা ফ্রি নয়; আর বাংলাদেশে "ফ্রি পেলে কদবেলের কদর কি" এই কথাতে তখন শেখার আগ্রহ আর চেষ্টা থাকেনা বরং ইয়ে মানে ইয়ে মানে করতে করতেই শিক্ষার সময় পেরিয়ে যায়।
আউটসোর্সিং এবং হ্যাকিং শিক্ষার এই কোর্স করতে আপনাকে এক কালীন ১০০০ টাকা পরিশোধ করতে হবে; অতঃপর আপনাকে Cyber Soldier ক্লোজ গ্রুপে এড করে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে টিউটোরিয়াল আকারে ক্লাস নেওয়া হবে। তো এই ভার্চুয়াল ক্লাসে কি কি শেখানো হবে তা উপরের হ্যাকিং এবং আউটসোর্সিং এর পয়েন্টগুলাতেই ব্যাখ্যা করানো হয়েছে। যেখানে আপনাকে একজন সফল সাইবার সৈনিক করে গড়ে তোলাই মূল উদ্দেশ্য।
আপনি যদি আগ্রহী হন তবে Cyber Soldier এই গ্রুপ জয়েনিং রিকুয়েস্ট করতে পারেন একইসাথে পেমেন্ট সম্পন্ন করে জয়েনিং রিকুয়েস্ট এপ্রুভ করতে ইনবক্স করুন আইডি সুলতান সোলাইমান শাওন
→ ভাইয়া এতো টাকা তো নাই, আর টাকা নিয়ে পালিয়ে গেলে তখন?
→ দেখুন এখানে হ্যাকিং এবং আউটসোর্সিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কোন ফ্রড করা হচ্ছে না আর উক্ত টাকাটা আমাদের সময় এবং পরিশ্রমের বিনিময় মাত্র; কোন স্কামিং নয়। তবে যদি আপনার একান্তই টাকার সমস্যা থাকে তবে আপনি শর্তস্বাপেক্ষে সময় নিজের পেমেন্ট করতে সময় নিতে পারেন তবে হ্যাকিং আর আউটসোর্সিং এর শিক্ষাটা শুরু হোক এখন থেকেই.
তথাপি সবকিছুর শেষে যদি মাথা চুলকিয়ে "ডাউট/কনফিউশন" থাকে তবে আপনার কোন বাধ্যবাধকতা নেই, আপনার জন্য শুভকামনা রইলো।
গ্রুপ Cyber Soldier → Cyber Soldier
ইনবক্স করতে পারেন→ সুলতান সোলাইমান শাওন
ধন্যবাদ, আল্লাহ হাফেজ
আমি মিনহার মহসিন রোটেটিং রটোর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 18 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
Ajker tuneta fatafati,tobe last ar dike aisha chipi khailam,taka,taka,taka,,,,,online a seka khaisi tai akhon mukher shamne doi dekhleo dor kore,ki j kori,,,,vai ichcha ase,shamortho 1tu 1tu,voy onek beshi,karon dhora khaisi,,,,,kono instalment facility diben ki?Payment ethereum a korbo apnar coinbase wallet a per weak 0.5usd.Doya kore janaben.Opekkhay roilam.