Hacker Hour-08 ডার্ক আর ডিপ ওয়েবের অন্যরকম এক ফেসবুক

সাধারন ইন্টারনেটের জগতে সারফেস ওয়েবসাইটে যেমন ফেসবুক আছে তেমনি ডার্ক-ডিপ ওয়েবেও আছে এক অন্যরকম সোস্যাল নেটওয়ার্কিং ফেসবুক যাহার নাম Black Book! এই কালো বই (BlackBook) এর জগতে সবাই যে শয়তান তা নয় বরং সেখানেও আছে ফেসবুকের মতোনই লাইক-টিউমেন্ট-শেয়ারে ভরা নতুন বন্ধুরা যারা ডার্ক ও ডিপ ওয়েবের নিশাচর বাসিন্দা।
মূলত এটি অনিয়ন ডেমোইনের একটি সোস্যাল নেটওয়ার্ক যা প্রয়শ হুবহু ফেসবুকের মতোনই তাই ডার্ক ওয়েবের বন্ধুকে হাতছানি দিয়ে ডাকতে আর দেরী কেন?

তবে এই সোস্যাল নেটওয়ার্কিং সাইটের সন্ধান আপনি এমনি এমনি পাবেন না; আপনাকে সবার আগে গুগল প্লে স্টোর হতে orbot ডাউনলোড করে apps vpn mode এক্টিভ করে সকল পারমিশন গ্রান্ট করে ঐ BlackBook অ্যাপসে প্রবেশ করতে হবে(বাকি কাজটা তো ফেসবুকের মতোনই সাইনআপ করা যা আপনি এমনিই করতে পারবেন)।
এতো কৌতূহলী ডার্ক ওয়েবের অতলে নিজের একটা অন্যরকম ফেসবুক একাউন্ট (মূলত ব্ল্যাকবুক একাউন্ট) থাকলে বিষয়টা জোশ হয় তাইনা?

আর হ্যা, এখানেও আপনি চাইলে ফেসবুকের মতোন ব্লুটিক ব্যাজ যুক্ত আইডি তৈরী করতে পারবেন তাতে পরিচিত মহলে একটু ভাব নেবার জন্য হলেও স্ট্যাটাস তো বাড়ে নাকি?!
তো এই ব্লু টিক ব্যাজ যুক্ত আইডি আপনি এমনিই হ্যাভি ওয়েট ব্লুটিক মার্ক কপি করে নিজে তৈরী করে নিতে পারবেন ; তথাপি একান্তই না পারলে এই হ্যাকার'টা তো আছেই যেন সময়ের সাঝে অবসরের মাঝে আমিই আপনাকে ওমন ভেরিফাই আইডি পয়দা করে দিবো, তাতে কিপটামি করবো কেন?!

BlackBook ডাউনলোড লিংক→ https://www.mediafire.com/download/ugc1yh4pyfpcmpo

আজকের Hacker Hour এতোটুকুই ; সকলের জন্য শুভকামনা রইলো।
ফেসবুকে আমি→ সুলতান সোলাইমান শাওন
সকল হ্যাকিং টিউটোরিয়াল এখানে→ হ্যাকিং টিউটোরিয়ালের সম্ভার

আল্লাহ হাফেজ

Level 1

আমি মিনহার মহসিন রোটেটিং রটোর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 18 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

tor browser দিয়ে হয় না??

ধন্যবাদ সাড়া দেওয়ার জন্য